চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে ২৮ অক্টোবর ২০২৪ সকাল ১০:৩০ টায় তার অফিস কক্ষে ‘সমাজ ও রাষ্ট্রচিন্তা কেন্দ্র' এর নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও 'সমাজ ও রাষ্ট্রচিন্তা কেন্দ্র' এর পরিচালক প্রফেসর ড. মোঃ এনায়েত উল্যা পাটওয়ারী, চবি শাহ জালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. ফুয়াদ হাসান, চবি লোকপ্রশাসন বিভাগের সভাপতি ‘বৈষম্যহীন রাস্ট্রভাবনা’ স্মারক গ্রন্থের সম্পাদনা পরিষদ প্রধান প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ, চবি আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং চবি তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড. মোঃ শহীদুল হক উপস্থিত ছিলেন। তারা সকলেই 'সমাজ ও রাষ্ট্রচিন্তা কেন্দ্র' এর নির্বাহী কমিটির সদস্য।
মাননীয উপাচার্য সমাজ ও রাষ্ট্রচিন্তা কেন্দ্রের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি নেতৃবৃন্দকে সমাজ ও রাস্ট্রচিন্তার গঠনমূলক সংষ্কারে নিজেদের সম্পৃক্ত রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান। মাননীয় উপাচার্য সমাজ ও রাষ্ট্রচিন্তা কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘বৈষম্যহীন রাস্ট্রভাবনা’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
চবি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম, সেক্রেটারি মোহাম্মদ আলী
পাচারের অর্থ ফেরাতে অগ্রগতি কম, ঢাকঢোল বেশি
মসজিদের নির্মাণ কাজ নিয়ে দু’পক্ষের সংর্ঘষে নিহত ১, আহত ৪০
উল্লেখ্য, গত ১৭ আগস্ট ২০২৪ সমাজ ও রাষ্ট্রচিন্তা কেন্দ্রের আয়োজনে ‘বৈষম্যহীন রাষ্ট্রভাবনা’ শীর্ষক নাগরিক সংলাপ চট্টগ্রাম শহরের জি ই সি মোড়স্থ কপার চিমনি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।