ভারতে ৯ মাস জেল খেটে ৬ জন পুরুষ ও একজন নারী বেনাপোল দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে। ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে তাদের হস্তান্তর করেন। এসময় যশোরের শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত জাহানসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেরত আসারা হলো, নারানগঞ্জ জেলার সিদ্দিক মিয়ার ছেলে রহমত উল্লাহ (৪৫), পটুয়াখালী জেলার আব্দুল মানিকের ছেলে গোলাম রাফি (৩৪), আব্দুল
হাসপাতালের গেটে রিকশাচালকের মৃত্যু, চিকিৎসকসহ গ্রেপ্তার ৫
Oil lorry overturned in Savar, 5 vehicles caught fire, 1 killed
All primary schools in the country are opening from Tuesday
মান্নানের ছেলে জামাল হোসেন (৫৬), আব্দুল জলিলের ছেলে মাসুম বিল্লাহ (৩৯), নাজির হোসাইনের ছেলে হুসাইন (৩৮), আব্দুর রহমানের ছেলে ইয়াসিন (৩১) এবং দিনাজপুর জেলার শফিউদ্দিন কাজীর মেয়ে রাশিদা বেগম (৩৪)।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, বাংলাদেশী ৬ জন জেলে সাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় কোষ্ট গার্ডের কাছে গত ৯ মাস আগে আটক হয়। আর একজন নারী অবৈধপথে ভারত গিয়ে ওই সময় আটক হয়। এরা সকলে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলীপুর জেল খানায় থাকে। পরে দুই দেশের উচ্চ পর্যায়ে চিঠি চালাচালির এক পর্যায়ে এরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসে। ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা ওসি মো. রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফেরত আসাদের থানার আনুষ্ঠানিকতা শেষে বেসরকারী একটি এনজিওর কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সমন্বয়কারী রেখা বিশ্বাস বলেন, এদের জাতীয় মহিলা আইনজীবী সমিতি আইনি সহায়তা দিয়ে দেশে ফেরত এনেছে। এদের যশোর নিয়ে তাদের পরিবারকে সংবাদ দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।