চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুকের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে আইন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।
নোয়াখালীতে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক ২
কুমিল্লায় বালিকা বিদ্যালয়ের ভর্তির লটারিতে ছেলে, যা বললেন প্রধান শিক্ষিকা
নজরুলকে ‘জাতীয় কবি’ স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন
সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আইন অনুষদের সামনে মানববন্ধনটি করেন তারা।
মানববন্ধনে আইন বিভাগের শিক্ষার্থী মাজিদা মাহবুব বলেন, আমরা ফেসবুকে একটি পোস্ট দেখতে পাই, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দুর্নীতি দমন কমিশন কাছে আমাদের কিছু শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্যয়ের মত মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। আব্দুল্লাহ আল ফারুক স্যার আন্তর্জাতিক অঙ্গনে বরেণ্য ব্যক্তি এবং আমাদের আইন অনুষদের গৌরব। তার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ আনা দুঃখজনক।
আইন বিভাগের শিক্ষার্থী আজমল হোসেন বলেন, আব্দুল্লাহ আল ফারুক স্যারের বিরুদ্ধে যে মিথ্যা, মানহানিকর ও ফেক বিবৃতি দেওয়া হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। স্যার অত্যান্ত বিনয়ী এবং নিপাট ভদ্রলোক মানুষ। তিনি আন্তর্জাতিক অঙ্গনে আইন বিভাগের শিক্ষক হিসেবে সুপরিচিত।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানের যে ফেক বিবৃতি দেওয়া হয়েছে আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।
আরেক শিক্ষার্থী নিশাত তাসনীম বলেন, আব্দুল্লাহ আল ফারুক স্যারের যদি অর্থ আত্মসাৎয়ের ইচ্ছা থাকতো তাহলে তিনি রাঙামাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করতেন কিন্তু তিনি সেটা না করে আইন বিভাগের শিক্ষক হিসেবে রয়ে গেছেন। আমরা জানি, আমাদের শিক্ষক এমন কাজের সাথে জড়িত না। সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের নিন্দা জানায় এবং আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এর সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তি নিশ্চিত করুক।
চবি প্রতিনিধি