Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

স্বেচ্ছাসেবকলীগ নেতা আরমান গ্রেপ্তার ।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৪, ১১:৫৪ পিএম
Bangla Today News

 

 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সোহেল আরমানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন। গ্রেপ্তার মো. সোহেল আরমান কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর আজিমপাড়া (৫ নম্বর ওয়ার্ড) আব্দুল মোনাফের ছেলে। জানা যায়, সোহেলের বিরুদ্ধে আগেও থানায় মারামারিসহ বিভিন্ন মামলা রয়েছে। কর্ণফুলী থানার ওসি মনির হোসেন বলেন, সরকার পতনের পর বিভিন্ন দল ও নিষিদ্ধ সংগঠনের পক্ষে নানা তৎপরতা শুরু করায় বিশেষ অভিযান চলছে। এতে সোহেল গ্রেপ্তার হয়েছেন।

চট্টগ্রাম প্রতিনিধি মোঃ নুর নবী


 

Leave a comment