গাজীপুরে ৪ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লো শ্রমিকরা, সীমাহীন দুর্ভোগ
বালু সন্ত্রাসে রক্তাক্ত সাতকানিয়া
প্রধান উপদেষ্টার সঙ্গে গণফোরামের সংলাপ শুরু
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা হেরোইনের আখড়া নামে বেশ পরিচিত। ওই এলাকার মাদক কারবারীদের জন্মস্থান বলেও অনেকে আখ্যায়িত করছেন। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আটককৃত বড় চালন গুলোই হচ্ছে এই উপজেলা মাধ্যমে। ইতোমধ্যে র্যাব-৫ তাদের নিয়মিত অভিযানে অনেক অবৈধ মাদক হেরোইনসহ অভিযুক্তদের আটক করেছেন। গোদাগাড়ীকে মাদক মুক্ত করতে র্যাব-৫ লাগাতার সু-কৌশলে মাদক সিন্ডিকেট নিশ্চিহৃ করতে কাজ করছেন।
মঙ্গলবার দুপুরে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়, ধারাবাহিত অভিযানের অংশ হিসাবে গতকাল ২৮ অক্টোবর রাত ৪টার সময় গোদাগাড়ী থানাধীন সাগুয়ান ঘুন্টি নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন । ওই সময় অর্ধ কোটি টাকার মূল্যে ৬শত গ্রাম হেরোইনসহ মোঃ আরিফুল ইসলাম (৪২) কে আটক করে। সে উপজেলার সাগুয়ান ঘুন্টি গ্রামের মোঃ আজিজুল হক এর ছেলে।
আটককৃত আসামি ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত হিরোইন ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। ওই আসমাীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব।
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী