Dhaka, বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

পুলিশের নতুন হটলাইন, ১৬ ঘন্টার মধ্যেই ১০৩ নারীর ফোন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৫, ০৯:৪৯ পিএম
Bangla Today News

নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সোমবার বিকাল ৪টা থেকে হটলাইন চালু করেছে পুলিশ সদর দপ্তর। এক রাতেই ওই হটলাইনে অভিযোগ করেছেন শতাধিক নারী। গতকাল পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত পুলিশের হটলাইনে ১০৩টি অভিযোগ করা হয়। গৃহীত ১০৩টি অভিযোগের মধ্যে ৬২টি ছিল অপ্রাসঙ্গিক। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নারীদের করা এসব অভিযোগের বিপরীতে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়

। প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে থানার অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যেসব অভিযোগের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি সে ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি পরামর্শ দেওয়া হয়েছে। হটলাইনে (০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২) অপ্রাসঙ্গিক অভিযোগ না করার জন্যও অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

Leave a comment