রাজধানীর মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত রোডে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নেমেছেন ডাইনা গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট-পাটেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে কচুক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
(SHAKIB AL HASAN) A PLAYER WITH SO MANY ACHIEVEMENTS FOR HIS COUNTRY, SINCE HE WANTS TO FINISH HIS TEST CAREER IN BANGLADESH, I HOPE HE GETS THAT FAREWELL.
মেজর ডালিমের এক হাতে একটি আঙুল নেই কেন
যে জান্নাতি ব্যক্তির কথা বলে হেসেছিলেন নবীজি (সা.)
প্রত্যক্ষদর্শীরা জানান, ডায়না গার্মেন্টসের শ্রমিকরা বিভিন্ন দাবিতে মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত সড়কে রাস্তা অবরোধের চেষ্টা করে বিক্ষোভ করে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের শান্ত করতে গেলে তাদের ওপর ইট পাটকেল ছুড়তে থাকে আন্দোলনকারীরা।
তারা জানান, আত্মরক্ষার্থে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এ সময় শ্রমিকেরা সেনাবাহিনীর ও পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
এ বিষয়ে ভাষানটেক থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই রাস্তায় ছিলাম। গার্মেন্টস শ্রমিকরা হঠাৎ করে তাদের আন্দোলন থেকে পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ স্পটে রয়েছে।