নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জিতিয়েই পদত্যাগের ঘোষণা দিয়েছেন কোচ পিটার বাটলার। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে পিটার বাটলারের অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে।
শিরোপা জয়ের আনন্দে যখন মেতে আছে সবাই, তখন হতাশা ঝরে পড়েছে কোচ বাটলারের কণ্ঠে। সেই হতাশায় বাংলাদেশকে বিদায় জানিয়ে দিয়েছেন এই সাফজয়ী কোচ।
গল্পে গল্পে পাপনকে খোঁচা ফারুকের
Bangladeshi umpire Morshed on ICC international panel
60 km till midnight. glimpse of the storm
বাংলাদেশ নারী দলের দায়িত্ব গ্রহণের পর থেকেই এই ইংলিশ কোচকে নানাবিধ সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে। সদ্য শেষ হওয়া নারী সাফের মাঝ পথেও তার বিরুদ্ধে সিনিয়রদের দেখতে না পারার অভিযোগ তোলা হয়েছিল। এর বাইরেও বোর্ডের সঙ্গে নানা ইস্যুতে সমস্যা চলছিল তার। যার কারণে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ থাকলেও বাংলাদেশ নারী দলকে বিদায় বলে দিয়েছেন এই কোচ।
সাফ জয়ের দিন একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এই ট্রফি জয় মেয়েদের উপভোগ করতে দিন। আমার উদযাপনের দরকার নেই। এটা আমার শেষ ম্যাচ। মেয়েদের দায়িত্বে আমি আর থাকছি না। তবে বাফুফের সঙ্গে কাজ চালিয়ে যাব। মেয়েদের সঙ্গে এটাই আমার শেষ ম্যাচ ছিল।
সাফ জয়ের পরও কেন চাকরি ছাড়তে চাইছেন জানতে চাইলে তিনি জানান, ‘আমি সত্যি ক্লান্ত। কোচিং ক্যারিয়ারে এতটা সমস্যায় আগে পড়িনি। তিন মাস হলো বেতন পাচ্ছি না। এরপর অনেকের খবরদারি। কী আর বলব। সব মিলিয়ে আমি একটু হতাশই।
উল্লেখ্য, বেশি দিন হয়নি বাংলাদেশ নারী ফুটবলের দায়িত্ব নিয়েছেন পিটার। তাকে মূলত আনা হয় বাফুফের এলিট একাডেমিতে কাজ করার জন্য। বছরখানেক সেখানে কোচিং করিয়ে চলতি বছরের মার্চে নারী ফুটবল দলের দায়িত্ব নেন তিনি।