মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কম্পন রংপুর থেকে গ্রেপ্তার।
ফেসবুক পেজ নিয়ে বিরোধ, সহযোগীর ভাইয়ের হাত ভাঙলেন ‘বিনোদন ভাই’
বুক পেতে যারা জীবন দিতে পেরেছে তাদের হাতে দেশ নিরাপদ থাকবে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব পরিকল্পিতভাবে হামলায় একজনকে ধারালো চাকুর আঘাতে রক্তাক্ত জখমসহ অন্য একজনকে এলোপাথারি মারপিটে আহত করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৫ নভেম্বর, ২০২৪) বেলা ৩টার দিকে শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজের সামনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ পৌরসভার চকগোবিন্দ (পাঠানপাড়ার) তজো শেখের পুত্র রক্তাক্ত জখমী সৌজন্য (১৯) ও ভাই রিমন (২০) গুরুতর আহত হয়। পরে তজো শেখ বাদী হয়ে বুজরুক বোয়ালিয়া ঘোষপাড়ার শফি মাস্টারের ছেলে রিদম (২২) ও টগর (২০), পিতা অজ্ঞাত সহ অজ্ঞাত ২/৩জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ৩টার দিকে আহত সৌজন্য ও রিমন জরায়ু ক্যান্সার ভ্যাকসিনের বক্স আনার জন্য বরকত উল্যা বালিকা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা অভিযুক্তরা শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজের সামনে তাদের পথরোধ করে। একপর্যায়ে তারা সৌজন্যকে ধারালো চাকু দ্বারা পর পর আঘাত করে মাথার উপরে, কপালে ও পেছনে রক্তাক্ত জখম করে এবং রিমনকে এলোপাথারি মারপিটে আহত করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে অভিযুক্তরা পালিয়ে গেলে আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগ করার বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো:জাহিদুল ইসলাম প্রতিনিধি গাইবান্ধা।