দাফনের সব প্রস্তুতি সম্পন্ন, হঠাৎ প্রাণ ফিরল ‘মরদেহে’!
HERE ARE THE NEW FACES JOINING AS ADVISERS TODAY
ভোটার হতে লাগবে পাঁচ ধরনের তথ্য
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন ও ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য মিথ্যা বা বিকৃত তথ্য শনাক্তকরণে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্লচন্দ্র রায় অডিটোরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করা হয়, যা দুপুর ২টা পর্যন্ত চলে। কর্মশালাটি সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. শরিফুল ইসলাম। কর্মশালায় ডিসিপ্লিনের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এবং সেইভ ইউথ খুলনা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মোনামি হোসেন। এছাড়া ফ্যাক্ট চেকিং বিষয়ে দুইটি ভিন্ন সেশন পরিচালনা করেন 'এমআরডিআই' এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল আলম চৌধুরী।
আয়োজনের শুরুতে সারা মোনামি হোসেন বলেন, “সাংবাদিকদের সত্য-মিথ্যা যাচাইয়ের পাশাপাশি নৈতিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। যে তথ্য পাওয়া যায়, তা প্রকাশ করলে সমাজে কী প্রভাব ফেলবে, সে বিষয়টি বিবেচনা করা উচিত।”
কর্মশালায় ফ্যাক্ট চেকিংয়ের ব্যবহারিক দিক, তথ্য যাচাইয়ের বিভিন্ন পদ্ধতি ও কৌশল নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা তথ্য শনাক্তকরণের মূলনীতি, বিভিন্ন টুল ব্যবহার, ছবি ও ভিডিও যাচাই, এবং গুজব ও অপতথ্য ছড়িয়ে পড়া রোধে ফ্যাক্ট চেকিংয়ের রাজনৈতিক নীতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন।