Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

অবিলম্বে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু করার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৪, ০৩:৩৪ এএম
Bangla Today News

 


অবিলম্বে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। স্কুলের প্রধান শিক্ষক অব্দুল্লাহ হেল অফি, সহকারী শিক্ষক শামীম আরা বেগম লাজ, সাগর কুমার সরকার, শিক্ষার্থী উমামা বিনতে আজিজ প্রমুখ।

বক্তরা বলেন, ব্রিটিশ আমল থেকে সিরাজগঞ্জ ছিল রেলের শহর। শুধু সিরাজগঞ্জ শহরের মধ্যে ছিল ৪টি স্টেশন। ধীরে ধীরে এই স্টেশন গুলো বন্ধ করে দেয়া হয়। বন্ধ হয় ট্রেন চলাচল। এর পর সিরাজগঞ্জের মানুষের আন্দোলনের মুখে চালু করা হয় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। কিন্তু গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুষ্কৃতকারীরা ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে সিরাজগঞ্জ বাজার ষ্টেশন টিকিট কাউন্টারে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এর পর থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। একারণে ভোগান্তিতে পড়েছেন সিরাজগঞ্জের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তাই অবিলম্বে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালুর দাবী জানান বক্তরা।

ছবির ক্যাপশনঃ সিরাজগঞ্জ এক্সপ্রেস চালুর দাবিতে মানববন্ধনরত শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।

আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি 
 

Leave a comment