ভারতীয় চ্যানেল সেই রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নোটিশ
খুবিতে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Prothom Alo sale: Four industrial groups in bargain
শেরপুর সদর উপজেলার পাকুরিয়ার তিলকান্দি আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় লন্ডন প্রবাসী সৈয়দা মাহফুজা আক্তার এর সহযোগিতায় এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী ও অত্র স্কুলের উপদেষ্টা সৈয়দা মাহফুজা আক্তার, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইনিশিয়েটিভ ফর হিউম্যান ওয়েলফেয়ার এর সেক্রেটারি প্রফেসর নিপুণ আক্তার সহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীগণ, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সভাপতিত্বে ও সঞ্চালনায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির।
প্রধান অতিথি সৈয়দা মাহফুজা আক্তার তার বক্তব্যে বলেন, আমি লন্ডন প্রবাসে থাকলেও এ স্কুলের সার্বিক উন্নয়নে সবসময় পাশে থাকবো। এ স্কুলের বাচ্চাদের মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যা করা দরকার তাই করবো। এব্যাপারে তিনি অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। পরে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শিক্ষার্থীরা।
মনিরুজ্জামান মনির শেরপুর জেলা প্রতিনিধি