Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

শহিদ গোলাম নাফিজের দেহ বহন করা রিকশা সংরক্ষিত হচ্ছে গণভবনের জুলাই স্মৃতি জাদুঘরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৪, ১১:১৮ এএম
Bangla Today News

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ গোলাম নাফিজের দেহ বহনকারী রিকশাটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্থাপন করা হবে। আজ গণভবনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম রিকশাটি পরিদর্শন করেন।

রিকশাচালক নূর মোহাম্মদ ওরফে নুরু এই রিকশাটি ৩৫ হাজার টাকায় লন্ডনপ্রবাসী আহসানুল কবীর সিদ্দিকী কায়সারের কাছে বিক্রি করেছিলেন। পরবর্তীতে আহসানুল কবীর সিদ্দিকী রিকশাটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে হস্তান্তর করার সিদ্ধান্ত নেন।

গত ৪ আগস্ট বিকেলে ফার্মগেটের পথচারী-সেতুর নিচে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজ। এই রিকশাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

Leave a comment