কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের ৬ দিন পর স্কুল ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার
মোদির বি তর্কিত পোস্ট, প্রতিবাদে সরকারের বিবৃতি
নারীর সম্মান ও ধর্মীয় সম্প্রীতি নিয়ে যা বললেন জাতীয় মসজিদের খতিব
রাজশাহীর চারঘাট থানাধীন পরানপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৪৫ কেজি ১০০ গ্রাম ওজনের অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ-সহ ১জনকে গ্রেফতার করেছে রাজশাহীর চারঘাট মডেল থানা পুলিশ।
শুক্রবার রাতে জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, শুক্রবার দিবাগত রাতে উপজেলার পরানপুর গ্রামে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো: ইয়াসিন (৪৫) কে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি পরানপুর গ্রামের মো: আবুল হোসেনের ছেলে।
ঘটনাসূত্রে জানা যায়, থানার এসআই (নিরস্ত্র) মো: আলমগীর হোসেন ও ফোর্স-সহ ০৮ নভেম্বর দিবাগত রাতে চারঘাট মডেল থানাধীন হল মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানাধীন চারঘাট ইউনিয়ন-এর পরানপুর গ্রামস্থ অভিযুক্ত এর বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ চাষাবাদ, পরিচর্যা ও উৎপাদন করছিলো।
এই সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: আলমগীর হোসেন ও ফোর্স-সহ ওই রাতে অভিযান পরিচালনা করে। পরে অভিযুক্ত তার নিজ হাতে রোপণকৃত তিনটি কাঁচা তাজা বড় অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ (মূলকা-, ডালপালা ও পাতা-সহ) সর্বমোট ৪৫ কেজি ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ তাকে গ্রেফতার করে। গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম (ডিএজবি)।
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী