বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ বেগম রোকেয়া বিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের দুই ভাইকে দেওয়া বসুন্ধরা গ্রুপের চাকরি ছেড়ে দিয়েছেন। ইতোমধ্যেই সে পদত্যাগপত্র মেইল ও ডাকযোগে পাঠানো হয়েছে বলেও জানাগেছে। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় আবু সাঈদের বড় ভাই রমজান আলী মুঠোফোনে ’সময়ের কন্ঠস্বরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রবিবার (১০ই নভেম্বর ২০২৪) তিনি ও আরেক ভাই আবু হোসেন ডাকযোগে কর্তৃপক্ষ বরাবর পদত্যাগপত্র প্রেরণ করেন।
মুঠোফোনে রমজান আলী বলেন, “আমরা ব্যক্তিগতভাবে ওইখানে উপস্থিত হতে পারতেছি না, বা আমরা কাজে কোন যোগদান করি নাই। শুধু আমাদেরকে নিয়োগ পত্র দিয়ে গেছিলো। এই কারণেই আমরা মনে করলাম যে, যোগদান না করে মনে হয় টাকাটা নেওয়া ঠিক হবে না। ওই জন্যে আমরা ব্যক্তিগত কারণে ছেড়ে দিলাম।”
উল্লেখ্য, গত ৯ অক্টোবর দুপুরে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক মো. ইয়াসিন হোসেন পাভেল নিয়োগপত্র নিয়ে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে যান। এ সময় নির্বাহী পরিচালকের সঙ্গে ছিলেন বাংলাদেশ প্রতিদিনের হেড অব মার্কেটিং সালাউদ্দিন আহমেদ। নিয়োগপত্র গ্রহণ করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন।
আবু সাঈদের ভাই রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিন-এর রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আরেক ভাই আবু হোসেনকে টিভি চ্যানেল নিউজ-২৪ রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নিবার্হীর পদ দেওয়া হয়েছিলো।