আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপি
মার্চে চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শিক্ষার্থীদের কাছে নতুন বই কবে পৌঁছাতে পারে, জানালেন শিক্ষা উপদেষ্টা
বুধবার ১৩ই নভেম্বর রাত ১১:৩৪ মিনিটে Animal Lovers Of Patuakhali-ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের হট লাইন নাম্বারে কল আসে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের চাঁন মিয়া খাঁনের বসতবাড়ির প্রবেশপথে জালের সাথে আটকে আছে একটি সাপ।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে যান এনিমেল লাভার্স অফ পটুয়াখালী সংগঠনের কলাপাড়া টিম লিডার, সাপ ও বন্যপ্রাণী উদ্ধার কর্মী মোঃ ইউসুফ রনি এবং সদস্য আদনান রাকিব। তারা ঘটনা স্থানে গিয়ে দেখেন এটি একটি শঙ্খিনী সাপ যার ইংরেজি নাম Banded Krait ও বৈজ্ঞানিক নাম বাঙ্গারাস ফ্যাসিয়াটাস। এটি প্রাণঘাতী নিউরো টক্সিন বিষ সংবলিত একটি সাপ।
তারা সাপটিকে জাল থেকে ছাড়িয়ে স্থানীয়দের সাপ সম্পর্কে সচেতন করেন এবং উদ্ধারকৃত সাপের উপকারী দিক সম্পর্কে সকলকে অবগত করেন।
সাপ ও বন্যপ্রাণী উদ্ধার কর্মী মোঃ ইউসুফ রনি Entrepreneur News কে জনান জালে আটকে থাকায় সাপটির শরীরে ক্ষত-র সৃষ্টি হয়েছে, তাই আমরা উদ্ধার কার্যক্রম শেষে সাপটি প্রয়োজনীয় চিকিৎসা দিতে নিয়ে আসি, বর্তমানে চিকিৎসা চলছে।
প্রয়োজনীয় চিকিৎসা শেষে সাপটি উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।
আবু তাঈম সিজান,
স্টাফ রিপোর্টার।