Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধু কে বেধড়ক মারধর বস্ত্রহরণ প্রাণ নাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৪, ০৩:০৯ এএম
Bangla Today News

 

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে অটো চালক বাবুল হোসেনের বসতবাড়িতে বাবুল কে না পেয়ে তার স্ত্রী মানিক জান কে মারধর করে জখম করার অভিযোগ উঠেছে ।

৬ই অক্টোবর রবিবার সকালে অটো চালক বাবুল হোসেন বাড়ী তে না থাকায় পূর্ব পরিকল্পিত বাবুল হোসেনের স্ত্রী কে মারধরে জখম করে তার গলায় থাকা স্বর্ণের চেইন ও বাসায় তুষকের নিচে থাকা এক লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী মানিক জান বলেন আমার বাড়ী ফাঁকা থাকায় ছোট ভাইকে ডাকতে গেছিলাম,ছোট ভাই কে কেন ডাকলাম এটাকে কেন্দ্র করে আমাকে হালিম,সাবিনা, মুন্নি, মোতালেব ইচ্ছে মতো মারধর করেন । এবং আমার গলায় থাকা আট আনা স্বর্ণের চেইন ছিনিয়ে নেন । তাছাড়া বেসরকারি প্রতিষ্ঠান এনজিও থেকে এক লাখ টাকা লোন নিয়েছিলাম সেই টাকাও নিয়ে যায়। আমি গত চারদিন যাবৎ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে ৯ অক্টোবর বুধবার ছুটি নিয়ে বাসায় আসি। আমি এর সুস্থ বিচার দাবি করছি,আমার অনেক কষ্টের টাকা আর স্বর্ণালঙ্কার ফিরত চাচ্ছি ।

ভুক্তভোগীর স্বামী বাবুল হোসেন বলেন  আমি কাজে যাচ্ছিলাম তখন ফোন আসে আমার বাড়িতে হামলা আর আমার স্ত্রী কে মারধর করছে! আমি আমার বোন কে ফোন দিলে তারা বাসায় যেতেই অভিযুক্ত হালিম সহ তার লোকজন পালিয়ে যায় ।আমি এর সুস্থ বিচার চাই।


ভুক্তভোগীর স্বামী বাবুল হোসেন বাদী হয়ে হালিম মন্ডলের নাম সহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো চার থেকে পাঁচজন কে বিবাদী করে
 শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের মৃত হাশেম মন্ডলের সন্তান হালিম মন্ডল(৫০), হালিম মন্ডলের স্ত্রী সাবিনা আক্তার(৪০) ও সন্তান মুন্নি(১৯) আক্তার, মোতালেব(৫৫) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন রয়েছে।

প্রধান অভিযুক্ত হালিম মন্ডলকে একাধিকবার ফোন করেলে মোবাইল বন্ধ পাওয়া যায়।


শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গাজীপুর প্রতিনিধি 
 

Leave a comment