এ বছর হজ নিবন্ধনের সময় বাড়ছে না। আগামী ৩০ নভেম্বরের মধ্যে হজের প্রাথমিক নিবন্ধন শেষ করতে হবে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের হজ বিভাগ এ সংক্রান্ত একটি চিঠি জারি করে।
হজযাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে এ চিঠিতে বলা হয়, ২০২৫ সালের হজের পূর্ব ঘোষণা অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে সরকারি-বেসরকারিভাবে হজযাত্রীরা তিনটি টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করবেন। ব্যাংকে লাখ টাকা। প্রাথমিক রেজিস্ট্রেশনের সময় সাধারণ হজ প্যাকেজ-১ এবং সাধারণ হজ প্যাকেজ-২-এর যেকোনো একটি নির্বাচন করা যাবে। ৩০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক রেজিস্ট্রেশন ছাড়াও প্যাকেজের পুরো টাকা জমা দিয়েও চূড়ান্ত রেজিস্ট্রেশন করা যাবে। তবে 30 নভেম্বরের পরে প্রাথমিক নিবন্ধনের সুযোগ থাকবে না।
Judgment in favor of Jamal Bhuiyan, FIFA ordered to pay Tk 2 crore
আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে,আপনাদের কোন ক্ষতি হতে দিব না : সরদার সাখাওয়াত হোসেন
4 people including DU Pro-VC went to Finland to buy elevator
এ চিঠিতে আরও বলা হয়েছে, হজ প্যাকেজ নির্বাচনের পর প্যাকেজ পরিবর্তন করা যাবে না।