রাজধানীর পল্টন মোড়ে বাস ও ট্রাকের সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় এক যাত্রী নিহত হয়েছেন এবং রিকশাচালক আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (৬০)। তিনি ফেনীর দাগনভূঞার বাসিন্দা এবং মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কর্মকর্তা ছিলেন।
আজ রবিবার (১৭ নভেম্বর) পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ উল্লাহ কালের কণ্ঠকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা থেকে পেঁয়াজবাহী একটি ট্রাকের সঙ্গে ইউনিক পরিবহনের একটি বাসের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সময় উভয় যানের মাঝে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা চাপা পড়ে। এতে অটোরিকশার যাত্রী মো. জাকির হোসেন ঘটনাস্থলে গুরুতর আহত হন এবং চালক আহত হন।
কবি হেলাল হাফিজ আর নেই
HNS Tech first showroom was inaugurated at Bashundhara Shopping Mall.
NBR targets Tk4.8 lakh crore revenue for FY25
পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৬টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। রিকশাচালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।