এমআরটি-৫ (গাবতলী-দাশেরকান্দি) সাউদার্ন রুট প্রকল্পের ব্যয় সাম্প্রতিক পর্যালোচনার মাধ্যমে ১৫ শতাংশ কমানো হয়েছে। এর ফলে পূর্ববর্তী সরকারের মেগা প্রকল্পগুলো পুনর্মূল্যায়নের মাধ্যমে খরচ সাশ্রয়ের সম্ভাবনা আরো সুস্পষ্ট হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, পুনর্মূল্যায়নের মাধ্যমে প্রায় ছয় হাজার ৮৯৮ কোটি টাকা ব্যয় কমানো হয়েছে। অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে পরিকল্পনা কমিশনের নির্দেশে এই পর্যালোচনা সম্পন্ন করা হয়। সংশোধিত প্রকল্প প্রস্তাবটি ইতোমধ্যে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগে জমা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এখানেও আরও ব্যয় হ্রাসের সুযোগ রয়েছে। প্রকল্প পরিচালক মো. আব্দুল ওহাব জানান, ঋণের সুদ পরিশোধের সময় কমানো, মূলধন ব্যয় হ্রাস এবং অতিরিক্ত ব্যয় প্রাক্কলন কাটছাঁট করার মাধ্যমে এই সাশ্রয় সম্ভব হয়েছে।
Bangladeshi umpire Morshed on ICC international panel
Highway Police to deploy drones to monitor traffic flow this Eid
That's why Tamim-Imon in the T20 team
আওয়ামী লীগ সরকারের সময় প্রাথমিকভাবে প্রকল্পটির জন্য ৫৪ হাজার ৬১৯ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছিল। তবে চলতি বছরের এপ্রিলে পরিকল্পনা কমিশনের পর্যালোচনা সত্ত্বেও ব্যয়ে কোনো পরিবর্তন আনা হয়নি। পরবর্তীতে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মেগা প্রকল্পগুলোর ব্যয় পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয়। এর ফলে ডিএমটিসিএল প্রকল্পের ব্যয় কমিয়ে ৪৭ হাজার ৭২১ কোটি টাকায় সংশোধন করা হয়। সংশোধিত ডিপিপি সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগে জমা দেওয়া হয়েছে।