Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

জামায়াতে ইসলামীর আকবর শাহ  থানা আমীরের সাথে সাংবাদিকদের মতবিনিময় ।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪, ০১:৩০ এএম
Bangla Today News

 

চট্টগ্রাম নগরীর অলংকার হোটেল জামানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আকবর শাহ থানার নেতৃবৃন্দের উদ্যোগে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরীর অলঙ্কারস্থ হোটেল জামানে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা জামায়াতে ইসলামির আমির অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী।

এসময় তিনি সাংবাদিকের সাথে কুশল বিনিময় করে বলেন, আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইসলামের নীতিতে সমাজ, রাষ্ট্র থেকে প্রতিটা বিষয়ে জামায়াতে ইসলামীর আদর্শ বিদ্যমান। এ সংগঠন জনমানুষের সংগঠন। পতিত সরকারের জঘন্যতম নানান অপরাধের কথা তুলে ধরে তিনি বলেন, এ পর্যন্ত জামায়াত শিবিরের বহু নেতা কর্মীকে শহীদ করা হয়েছে। তবুও আমরা প্রতিশোধের পরিবর্তে ক্ষমা করে দিয়েছি। তিনি আরও বলেন, চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় দীর্ঘ ১৭ বছর পর আমরা সাংবাদিকদের সাথে মুখোমুখি বসে কথা বলতে পেরে আল্লাহর দরবারে শুকর আদায় করছি। বিগত সরকার জামায়াত ইসলামীকে খারাপ ভাবে প্রচার করে মানুষের মাঝে যে ভুল ধারণা সৃষ্টি করেছে সেটি নিয়ে আলোচনা করেন তিনি পাশাপাশি আকবর শাহ থানা এলাকাকে সুন্দর মাদকমুক্ত এলাকা গঠন করার জন্য উপস্থিত সকল সাংবাদিকদের সহায়তা কামনা করেন তিনি।

এসময় আকবর শাহ থানা জামায়াত ইসলামির সেক্রেটারি মাওলানা মোঃ রেজাউল করিম, বিশিষ্ট সাংবাদিক মামুন সিদ্দিক, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন এসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ রুবেল এবং অর্থ-সম্পাদক মোঃ কামরুল হাসান সহ বিভিন্ন পত্র-পত্রিকার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি মোঃ নুর নবী 

Leave a comment