রাজশাহী নগরীকে সবুজে আচ্ছাদিত করতে রাসিকের নানা উদ্যোগ
গণমাধ্যম সংস্কার কমিশনে শিক্ষার্থী প্রতিনিধি জাবির মামুন
রাজশাহীতে ৩ছিনতাইকারীকে আটক করেছে আরএমপি
গতকাল সোমবার (১৮ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের প্রচারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিকাল ইনফরমেশন সার্ভিসেস সিইজিআইএস বাংলাদেশ এর সহযোগিতায় পটুয়াখালী সরকারি জুবিলী স্কুলে উক্ত সচেতনতামুলক কার্যক্রম পালিত হয়।
উক্ত সচেতনতামুলক প্রোগ্রামে পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর এর কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা, পটুয়াখালী সরকারি জুবিলী স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকমণ্ডলী এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের একান্ত সচিব জনাব আশিকুর রহমান সমী (বন্যপ্রাণী বিশেষজ্ঞ,পরিবেশবিদ ও লেখক) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দ জীববৈচিত্র্য রক্ষায় পলিথিন, প্লাস্টিকের ক্ষতিকর দিকগুলো শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন এবং আমাদের আশেপাশের বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণে শিক্ষার্থীদের উদ্ভুদ্ধ করেন। উক্ত সচেতনতামুলক কার্যক্রমে স্থানীয় প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন Animal Lovers Of Patuakhali - ALP এর সদস্যরাও উপস্থিত ছিলেন।
উক্ত কার্যক্রম শেষে জনাব আশিকুর রহমান সমী স্থানীয় প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর সদস্যদের সাথে কুশলাদি বিনিময়, দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন এবং সদস্যদের থেকে দক্ষিনাঞ্চলের জীববৈচিত্র্যর নিয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং সবসময় পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।
আবু তাঈম সিজান,
স্টাফ রিপোর্টার।