Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

৬৬ দেশের ১ হাজার মুসল্লির ফ্রি ওমরাহ করার সুযোগ দিবে সৌদি

সিয়াম ইসলাম

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪, ০৭:৪৪ এএম
Bangla Today News

এক মাসে ১০০০ মুসলমানের জন্য ওমরাহ ফ্রি করবে সৌদি সরকার। যাইহোক, এই মুসলিমদের তালিকাভুক্ত 66টি দেশের নাগরিক হতে হবে। যোগ্য হজযাত্রীদের জন্য ওমরাহ পালনের সম্পূর্ণ খরচ সৌদি সরকার বহন করবে।

 

সোমবার (১৮ নভেম্বর) সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এ বিষয়ে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন।

 

 

দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে তারা 2024 সালের শেষের আগে মক্কার কাবা শরীফ, মদিনার মসজিদে নববী এবং সৌদি সরকারের অতিথি হিসাবে ওমরাহ পালন করতে সক্ষম হবে। সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে।

 

বিবৃতিতে আরও বলা হয়েছে যে সমস্ত মনোনীত ওমরাহ তীর্থযাত্রীদের ইতিমধ্যে চারটি দলে বিভক্ত করা হয়েছে এবং পর্যায়ক্রমে ডাকা হবে।

 

সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রী এবং এই অফিসিয়াল প্রোগ্রামের তত্ত্বাবধায়ক শেখ আবদুল লতিফ আল শেখ সোশ্যাল মিডিয়া এক্স-এ এক বার্তায় বলেছেন যে এই উদ্যোগ বা কর্মসূচির মূল লক্ষ্য হল ইসলামী পন্ডিত, শেখ এবং প্রভাবশালীদের সাথে ভ্রাতৃত্ব ও সম্পর্ক স্থাপন করা। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী মানুষ।

 

কয়েক বছর ধরে বিভিন্ন দেশের হাজার হাজার হজযাত্রী অতিথি হিসেবে ওমরাহ পালন করে আসছেন।




 

Leave a comment