চট্টগ্রামে পূজামণ্ডপে গান গাওয়া নিয়ে ছাত্রশিবিরের অবস্থান।
'রাষ্ট্র ও জনগণ জামায়াতের হাতে নিরাপদ থাকবে'
ভোলায় সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানা পুলিশ অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে ০৩ অপরাধী আটক হয়েছে। ওইসময় আসামিদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে আরএমপি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াছিমিন জানান, নওগাঁ জেলার সাপাহার থানার বাগডাঙ্গা পশ্চিমপাড়ার মো: রবিউল ইসলাম একজন অটোরিকশা চালক। সে গত ৬ অক্টোবর ২০২৪ তারিখ সন্ধ্যায় নগরীর সাহেব জিরো পয়েন্ট হতে তার অটোরিকশায় তিনজন যাত্রী নিয়ে মতিহার থানার খড়খড়ির উদ্দেশ্যে রওনা হয়।
খড়খড়িতে কাজ শেষে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬নং গেটের কাছাকাছি পৌঁছালে যাত্রীবেশে থাকা আসামিরা পিছন থেকে অটোরিকশা চালক রবিউলকে আঘাত করে। এরপর তারা পাশে একটি গাছে সঙ্গে রবিউলকে বেঁধে রেখে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। রবিউলের উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিহার থানায় একটি মামলা রুজু হয়।
আরএমপি'র মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমের সার্বিক দিকনির্দেশনায় মতিহার থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরবর্তীতে মতিহার থানার এসআই এটিএম আশেকুল ইসলাম ও তাঁর টিম ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত রাত পৌনে ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মতিহার থানার ডাঁশমারী পূর্বপাড়া করিডোর মোড় থেকে আসামি শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেন। তার দেওয়া তথ্যমতে আসামি নাজিউর রহমানকে রাত দেড় টায় এবং অপর আসামি তারিকুলকে রাত আড়াই টায় তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: শরিফুল ইসলাম (২৬), মো: নাজিউর রহমান মৃদুল (২৬) ও মো: তারিফুল ইসলাম ইয়ামিন (২৪)। শরিফুল রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁশমারী পূর্বপাড়ার মো: রফিকুল ইসলামের ছেলে, নাজিউর রহমান একই এলাকার মুনসুর রহমানের ছেলে ও অপর আসামি তারিকুল ইসলাম মো: জয়নালের ছেলে।
জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যমতে আসামি নাজিউর রহমানের বাড়ির পাশে একটি নির্মাণাধীন বিল্ডিং থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার হয়। আসামিরা সংঘবদ্ধ ছিনতাইকারী। তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী