Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

ছাত্রলীগের আবরণে নতুন দল, জানা গেল দায়িত্বশীলদের নাম

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪, ০৩:০৮ এএম
ছাত্রলীগের আবরণে নতুন দল, জানা গেল দায়িত্বশীলদের নাম

সংগঠনটি আত্মপ্রকাশ করেছে। এই সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বিশ্লেষণ করলে দেখা যায়, এই সংগঠন ছাত্রলীগের আড়ালে।

সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন আল রিয়াদ-আদনান অন্তর, মহাসচিব হিসেবে খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্রের দায়িত্ব নিয়েছেন হুমায়ুন কবির। সম্মেলনে আয়োজকদের পক্ষে ১৫-২০ জন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে চেয়ারম্যানের রাজনৈতিক পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে। অন্যদের পরিচয় জানা যায়নি।


সংগঠনটির মূল লক্ষ্য স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে রক্ষা করা এবং মুজিববাদ প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান সমুন্নত রাখা।

শনিবার ঢাকার উত্তরায় দিয়াবাড়ি পিপরা কিচেন রেস্তোরাঁ নামে একটি হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়।

'মুক্তি ডাক ৭১'-এর চেয়ারম্যান আল-রিয়াদ-আদনান অন্তর বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধার করা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করাই তাদের লক্ষ্য। শক্তিশালী হাত দিয়ে। এছাড়া সংগঠনটি শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, সামাজিক উন্নয়ন ও মানবিক কাজের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়তে কাজ করবে। শিগগিরই মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। অনুষ্ঠান শেষে দলীয় লোগো উন্মোচন করা হয়। অনুসন্ধানে জানা গেছে, সংগঠনটির চেয়ারম্যান আল রিয়াদ-আদনান অন্তর টঙ্গী পূর্ব থানার ভান্ডারী গলি, এরশাদ নগর, ১ নম্বর ব্লকের বাবুল মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগ টঙ্গীর ৪৯ নং ওয়ার্ডের সহ-সভাপতি ছিলেন।

সম্প্রতি তিনি নিজেকে গাজীপুর মহানগর ছাত্রলীগের স্বঘোষিত আহ্বায়ক হিসেবে পরিচয় দিতেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। ২০১৮ সালে তাকে টঙ্গীর কলেজ গেট থেকে ইয়াবাসহ আটক করে র‌্যাব। এ ব্যাপারে র‌্যাব-১০ এর ওয়ারেন্ট অফিসার ডি.এ.ডি. আজিজুর রহমান বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন। এরপর তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের আগে তিনি মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবুর অনুসারী এবং সাবেক সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলেরও অনুসারী ছিলেন। বহিষ্কারের পর থেকে আল রিয়াদ-আদনান অন্তর গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম গ্রুপের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করতেন বলে জানা গেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) মোঃ আলমগীর হোসেন বলেন, নতুন দল গঠনের বিষয়টি জানতে পেরেছি। সংশ্লিষ্টদের নিয়ে কাজ চলছে।

Leave a comment