ঢাকা মেট্রোপলিটন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল তিন দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষকে আদালতের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার এইচএম সানজিদ সিদ্দিকী ও ব্যারিস্টার তাহসিনা তাসনিম মিদু।
Lifetime free bus fare for students injured in student movement
গুচ্ছ থেকে বেরিয়ে একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে খুলনা বিশ্ববিদ্যালয়
আমাকে মোয়া বানানো হচ্ছে, অজ্ঞাত স্থান থেকে হারুন
এর আগে বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেল রিক্সা মালিক সমিতির সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মো. মমিন আলী হাইকোর্টে রিট করেন। রিটে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের আদেশ চাওয়া হয়।
রাজধানী ঢাকার সড়কে অবৈধভাবে চলছে প্রায় আট লাখ ব্যাটারি চালিত রিকশা। প্রধান সড়কে বিনা অনুমতিতে চলছে অবৈধ যানবাহন। গত দুই মাসে লাখ লাখ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও দৌরাত্ম্য বন্ধ হয়নি।
চলতি বছরের ১৫ মে সড়ক থেকে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়। এরপর রিকশাচালকরা আন্দোলনে নামেন। এর ৫ দিন পর প্রধান সড়ক ছাড়া রিকশা চালানোর অনুমতি দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে প্রধান সড়কেও চলতে শুরু করে।