Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

৭৪ দেশ কে হারিয়ে কুয়েতের হিফজুল কোরআন প্রতিযোগিতা জিতল বাংলাদেশের আনাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪, ০১:২০ এএম
Bangla Today News

কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের আয়োজিত ‘১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪’-এ বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের হারিয়ে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। তিনি ৮-১২ বছর বয়সীদের জন্য নির্ধারিত ‘ছিগারুল হুফফাজ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। প্রতিযোগিতা শুরু হয়েছিল গত ১৪ নভেম্বর, এবং এটি অনুষ্ঠিত হয় কুয়েতের ক্রাউন প্লাজায়। প্রতিযোগিতায় তিনটি গ্রুপে অংশ নিয়েছিলেন বাংলাদেশের প্রতিযোগীরা।

এ প্রসঙ্গে মারকাযুল ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম বলেন, “এই কৃতিত্ব শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, পুরো বাংলাদেশের গর্ব। আল্লাহ যেন আনাস ও আবু জরকে যোগ্য আলেম এবং দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। তাদের জন্য সবার দোয়া কামনা করছি। বাংলাদেশের এই অর্জন কোরআনের প্রতি দেশবাসীর গভীর ভালোবাসার প্রতিফলন। আল্লাহ তাদের আরও সাফল্য দান করুন, আমিন।”

Leave a comment