হাদী চকদার, ভূঞাপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করেছে খুদে শিক্ষার্থীরা।
মাহফিল থেকে বিএনপিকে যে বার্তা দিলেন মিজানুর রহমান আজহারী
BCB explained the reason for returning Mustafiz from IPL
ব্যক্তিগত সহযোগিতা চেয়ে বিশেষ সুপারিশ, বিব্রত শায়খ আহমাদুল্লাহ
২৬ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে আল-কারীম দারুল উলুম আজাদী মাদ্রাসা কর্তৃপক্ষ।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূঞাপুর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মনোয়ার হোসেন, মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আল-আমীন আনসারী, নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম রনি সহ আরো অনেকে।
এদিন সকালে মাদ্রাসার সামনে থেকে ১টি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরিশেষে উপজেলা চত্ত্বরের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।