Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

কুমিল্লায় বিজিবির অভিযানে ৪৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪, ০৭:০০ এএম
Bangla Today News

 

 

 

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

 

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় জঙ্গলপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৮ হাজার নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। এসময় মাদক চোরাচালান কাজে ব‍্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বুড়িচং উপজেলার জঙ্গলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ।

আটককৃত আসামি মো: জসিম উদ্দিন কুমিল্লা সদর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত আবদুল জব্বারের পুত্র।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বুড়িচং উপজেলাধীন সীমান্ত পিলার ২০৬৭/৮-এস এর আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলবাড়ি নামক স্থান হতে জসিম উদ্দিন নামের এক মাদক চোরাকারবারীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ৪৮,০০০ পিছ এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি জানান-আটককৃত মাদক চোরাকারবারীকে বুধবার সকালে মাদক আইনে মামলা দায়ের শেষে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।





 

Leave a comment