আপনাদের আপসহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সরজিস আলম। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে তার সঙ্গে দেখা করেন সারজিস আলম।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সার্জিস তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেন। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, আপনার আপসহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হবে। সশস্ত্র বাহিনী দিবস 2024।
বিএনপি কার্যালয়ে লেখা ‘জয় বাংলা’ স্লোগান
পলাশবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা!
Nor'wester accompanied by hailstorm, lightning awakens Dhaka dwellers late at night
এর আগে উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ ও কথা বলেন। এসময় তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনসহ সবার মুখে হাসি ফুটে ওঠে।
এসময় খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া এখানে এসেছেন। অনেকদিন তার আসার সুযোগ হয়নি। এই সুযোগ দিতে পেরে আমরা গর্বিত। তার দীর্ঘ অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিনে সবার সাথে থাকার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমি আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।