Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

বাংলাদেশকে বিনা মূল্যে ৩০ হাজার টন সার দিবে রাশিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৪, ০৯:৪৮ এএম
Bangla Today News

রাশিয়া বাংলাদেশকে বিনামূল্যে ৩০ হাজার টন মিউরেট অফ পটাশ (এমওপি) সার সরবরাহের ঘোষণা দিয়েছে। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম অ্যামোনিয়া ও নাইট্রোজেন সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউরালকেম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা দিমিত্রি কোনিয়েভ এক চিঠিতে কৃষি মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছেন। বুধবার রাশিয়ান ফেডারেশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ইকাতেরিনা সেমেনোভা কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে এই চিঠি হস্তান্তর করেন।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) অধীনে এই সার বিনামূল্যে সরবরাহ করা হবে। উল্লেখ্য, ২০১৩ সালে রাশিয়ার অন্যতম শীর্ষ সার উৎপাদক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান উরালকালি পিজেএসসি সরকার-সরকার চুক্তির মাধ্যমে বাংলাদেশকে দশ লক্ষ টন এমওপি সার সরবরাহ করেছিল।

Leave a comment