Dhaka, শনিবার, জানুয়ারী ১১, ২০২৫

শপথ নিলেন নবনিযুক্ত সিইসি ও চার ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৪, ১২:৩১ এএম
Bangla Today News

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারসহ নিয়োগপ্রাপ্ত অন্য চার নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন। আজ (রোববার,২৪ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

 

এর আগে শপথ নিতে দুপুরের দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনসহ অন্য চার নির্বাচন কমিশনার।

 

 

 

শপথ গ্রহণ শেষে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জের সামনে মিডিয়ার সামনে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

 

 

 

সুষ্ঠু নির্বাচন উপহারের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘শপথের সম্মান রাখবো। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, ভোটের জন্য মানুষ অনেক সংগ্রাম করেছে। সবার সহযোগিতা নিয়ে জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিব।

 

 

 

এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কার্যক্রম আমাদের জন্য ইতিবাচক। তবে নির্বাচনের দিনক্ষণ বলার সময় এখনো হয়নি।’

 

 

 

আাগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নতুন সিইসি বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কি থাকবে না, তা নির্ভর করবে বিতর্কের অবসানের পর।’

 

 

 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) সাবেক সচিব এ এস এম নাসির উদ্দীনকে প্রধান করে নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি।

 

 

 

নতুন চার নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহ্‌মদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

Leave a comment