Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

দীঘিনালায় জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত  ও শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত হয় ।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪, ০২:১৮ এএম
Bangla Today News

 

মোঃ হাসান আল মামুন দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধি 

সোমবার ১২:৩০ এ উপজেলা সেমিনার কক্ষে দীঘিনালা উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 

জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আয়োজন করা হয়। 
শহীদদের স্মরণে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া মহোদয়, উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলার জামাত ইসলামের সাধারণ সম্পাদক  মোঃ আক্কাস আলী, উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ থানা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হক , 
আরো উপস্থিত ছিলেন  দীঘিনালা ইমাম মোয়াজ্জেন ঐক্য পরিষদের সভাপতি জামাল সাহেব, বিশেষভাবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলন দীঘিনালা উপজেলা শাখার প্রতিনিধ গণ।

এই সময় শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয়। 

স্মরণ সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনের শহীদ হওয়া ও আহত ছাত্র জনতার আত্মার মাগফিরাত অসুস্থতা কামনা করে। 
জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করে উপস্থিত নেতৃবৃন্দ। 

দিঘীনালা থানা ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন বলেন মাদক মুক্ত দীঘিনালা ঘুরতে দুর্নীতিমুক্ত দিঘীনালা গড়তে ছাত্র জনতা যেন তাদেরকে সহযোগিতা করে।  ছাত্র জনতার যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে বলে আশ্বাসদায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মামুনুর রশিদ মহোদয় ।
 

Leave a comment