Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

রাজস্থলীতে  প্রশাসন উদ্যোগের   মাসিক আইন-শৃঙ্খলা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪, ০২:২০ এএম
Bangla Today News

 

 চাইথোয়াইমং মারমা  রাজস্থলী (রাঙ্গামাটি) 

রাঙ্গামাটি রাজস্থলী  সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।২৭ নভেম্বর ১১ টায় মঙ্গলবার  সকালে নির্বাহী অফিসারের কার্যালয়ে  এ সভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে   অনুষ্টিত সভায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সজীব কান্তি রুদ্র এর   সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সাংবাদিক আজগর আলী খান, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার শেখ খলিলুর রহমান, রাজস্থলী থানার এস আই প্রিয়লাল দত্ত, ১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা  প্রমুখ। সভায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস ও নাশকতা, চোরাচালান, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, বাল্যবিবাহ ও ইভটিজিং,উপজেলার স্বাস্থ্য সেবা, মাদকের ব্যবহার, সঠিক নিয়মে ভিজিডির উপকারভোগি নামের তালিকা প্রনয়ন সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
 

Leave a comment