ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অভিনীত সিনেমা "প্রিয় মালতী" আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এ উপলক্ষে বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রচারণার অংশ হিসেবে পোস্টার লাগাতে যান মেহজাবীন। তবে এ সময় তিনি টিএসসির দেয়ালে থাকা সোহাগী জাহান তনুর স্মৃতিচিহ্ন গ্রাফিতির ওপর পোস্টার লাগিয়ে সমালোচনার মুখে পড়েন।
পোস্টার লাগানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদ এক ফেসবুক স্ট্যাটাসে মেহজাবীনকে ক্ষমা চাইতে বলেন। এর পরিপ্রেক্ষিতে মেহজাবীন সন্ধ্যায় টিএসসিতে উপস্থিত হয়ে নিজ হাতে গ্রাফিতির ওপর থেকে পোস্টার সরিয়ে নেন।
সব সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন
55-year-old American woman in Bangladesh in love
ফের ২৫ পয়সা কলরেটে ফিরছে সিটিসেল
পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেহজাবীন ক্ষমা চেয়ে লিখেছেন, "অনিচ্ছাকৃত ভুলে তনুর গ্রাফিতির ওপর পোস্টার লাগানো হয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে সেটি সরিয়ে নিয়েছি এবং ১ মিনিট নিরবতা পালন করেছি। এটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল এবং আমরা তনুর ন্যায়বিচারের লড়াইকে শ্রদ্ধা করি।