প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সবাইকে শান্ত থাকার এবং জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।
এ সময় দেশের শান্তি বিনষ্টকারীদের প্রতিহত করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য গড়তে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
মোদির বি তর্কিত পোস্ট, প্রতিবাদে সরকারের বিবৃতি
Royal farewell after 35 years of Imamate, received a gift of lakhs of taka
ছুটির দিনেও কাজ চলছে আশুলিয়ার ১৪০০ পোশাক কারখানায়
এর আগে সন্ধ্যা ৬টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা যমুনায় প্রবেশ করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।