চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানায় এ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ। তবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
পুলিশ জানায়, সংঘর্ষের সময় আদালত প্রাঙ্গণ, রঙ্গম সিনেমা হলের সামনে এবং কোতোয়ালী মোড়ে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পৃথক তিনটি ঘটনায় কোতোয়ালী থানার পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছে। আদালত প্রাঙ্গণের ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬শ থেকে ৭শ জন, রঙ্গম সিনেমা হলের ঘটনায় ১৪ জনকে এজাহারনামীয়সহ অজ্ঞাত ৩শ থেকে ৪শ জন এবং কোতোয়ালী মোড়ের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আড়াইশ থেকে ৩শ জনকে আসামি করা হয়েছে।
গণহত্যা চালাতে যারা শেখ হাসিনাকে অর্থের যোগান দিয়েছে তাদের বিচার করতে হবে - ডক্টর মাসুদ।
বোয়ালখালী বাজার ব্যবসায়ী নির্বাচন স্থগিত চেয়ে সংবাদ সম্মেলন
16 Russell's Vipers recovered from Sarada Police Academy
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল কাদের চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২০ জন পুলিশের ওপর হামলায় এবং ৭ জন আইনজীবী আলিফ হত্যাকাণ্ডে জড়িত। সংঘর্ষে পুলিশের ১২ জন সদস্য আহত হয়েছেন এবং একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।