Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

টাঙ্গাইলের ভূঞাপুরে ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৪, ০২:৪৬ এএম
Bangla Today News

 

হাদী চকদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ
চট্টগ্রাম বারের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মম ভাবে হত্যা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মূল পরিকল্পনাকারী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্ব স্তরের মুসলিম তৌহিদি জনতা।

(২৯ নভেম্বর) শুক্রবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ চত্তরে এ সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

পরে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের অংশগ্রহণে শতশত তৌহিদি জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয়।

এসময় বক্তারা চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে নৈরাজ্য সৃষ্টি করে আইনজীবী আলিফ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও ইসকন নিষিদ্ধের দাবী জানান।

এছাড়াও  মিছিলে- আমার সোনার বাংলায় উগ্রবাদের ঠাই নাই, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, মোদির দালালেরা হুঁশিয়ার সাবধান, সারা বাংলায় খবর দে ইসকন কে কবর দে, এক দুই তিন চার ইসকন তুই দেশ ছাড়, এমন সব স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভরত জনতাদের।
 

Leave a comment