বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড.এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অংশগ্রহণ করবে। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ার পর তার দেশে ফেরার পথ সহজ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ শেষে জাহিদ হোসেন এসব কথা বলেন। .
The panel announced Team Success in Basis selection
সরকারের পাওয়ার স্ট্রাকচারে মেজর পরিবর্তন আসছে !
দেশে বিচারবহির্ভূত হত্যা আ.লীগই চালু করেছে: শিবির সভাপতি
গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ার পর তারেক রহমানের দেশে ফেরার পথ সহজ হয়েছে কি না জানতে চাইলে ডাঃ জাহিদ হোসেন বলেন, ‘অবশ্যই (তিনি দেশে ফিরবেন) আমরা সব সময় বলেছি আমাদের দলের সবাই ব্যবহার করেছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে আজকে প্রমাণিত হয়েছে যে তার বিরুদ্ধে দায়েরকৃত সব মামলাই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক এবং তিনি খালাস পেয়েছেন। তাদের।"
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে যে সব মামলা আদালতে যাচ্ছে সেগুলো খালাস ও খারিজ হয়ে যাচ্ছে। এখনো বেশ কিছু বাকি আছে। তাই যে কোনো সময় তিনি বাংলাদেশে ফিরবেন বলে আমরা আশাবাদী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সসম্মানে বাংলাদেশে ফিরবেন বলেও জানান তিনি।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে? অপর এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা বলেন, তারেক রহমান নেতা, তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র বাঁচাতে নেতৃত্ব দিয়েছেন।