রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় বাসের ধাক্কায় রাকিবুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এসপিবিএন ব্যারাকের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই রাকিবুলের পকেট থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ চুরি হয়ে যায়, যা তার পরিচয় শনাক্ত করতে পুলিশের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে তার কাছে পাওয়া একটি আইডি কার্ডের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রাকিবুল মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় থেকে বসিলার দিকে যাচ্ছিলেন। এ সময় বসিলা থেকে আসা রমজান পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলটি রিকশার সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। এতে রাকিবুলের হেলমেট ভেঙে মাথায় মারাত্মক আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজস্থলীতে আসন্ন বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গুজব ছড়িয়ে সুপারশপ ‘স্বপ্ন’র সুনাম ক্ষুন্নের চেষ্টা করছে কিছু চক্র
14 buses gutted in fire in Dhaka’s Demra
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, দুর্ঘটনার পর পকেটমারের কারণে নিহতের নাম-পরিচয় জানা বেশ কঠিন হয়ে পড়ে। আইডি কার্ডের সূত্র ধরে নিহতের স্ত্রীকে খবর দেওয়া হয়। এ ঘটনার পর বসিলা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।