ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী বলেন, পুলিশের হারানো সুনাম পুনরুদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ ছাড়া প্রকৃত টেকসই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে নাগরিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে স্থানীয়ভাবে যৌথ উদ্যোগ নিতে হবে, সেখানে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।
"Intern doctors are the life of the hospital, their demands are justified"
Gang rape case against 4 people including three chairman
মাহবুবুর রহমানের পদোন্নতি, ওএসডি ইসির শফিউলমাহবুবুর রহমানের পদোন্নতি, ওএসডি ইসির শফিউল
তিনি বৈঠকে আরও বলেন, অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে। রাজপথে কোনো ধরনের মিটিং বা বিক্ষোভ না করার জন্য রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেন তিনি।
তিনি বলেন, রাজধানীতে সভা-সমাবেশের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণে কাজ করছে ডিএমপি। প্রতিটি ডিএমপি থানা এলাকায় নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।