মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। একই সঙ্গে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমকে বিশেষ দায়িত্বে কর্মকর্তা করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) পৃথক প্রজ্ঞাপনে তাদের রদবদলের ঘোষণা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। মাহবুবুর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ব্যারিকেড ভেঙ্গে বঙ্গভবনে প্রবেশ করতে গিয়ে ২ বিক্ষোভকারী গুলিবিদ্ধ
টঙ্গীর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
"Facebook-Youtube will be closed if the government does not listen"
অন্যদিকে শফিউল আজিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ দায়িত্বে কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।