Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে পারলেই আমরা আনন্দ পাই - চবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৩:০৭ এএম
Bangla Today News




‘শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে পারলেই আমরা আনন্দ পাই’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদে রবি ও এয়ারটেলের নতুন বিটিএস টাওয়ার উদ্বোধন এবং চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন অফিসের সভাকক্ষ আধুনিকায়ন অনুষ্ঠানে চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার একথা বলেন।

আজ (৪ ডিসেম্বর, ২০২৪) সকাল ১০:৩০ টায় চবি জীব বিজ্ঞান অনুষদের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানদ্বয় উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানদ্বয়ে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ইকবাল শাহীন খান, চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন মজুমদার, চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস. এম. নসরুল কদির, চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, রবি আজিয়াটা পিএলসি ক্লাস্টার মার্কেট ডিরেক্টর জনাব মোঃ আশরাফুল কবির, রবি আজিয়াটা পিএলসি আঞ্চলিক প্রধান জনাব মো. ইফতাখারুল আলম, চবি জীব বিজ্ঞান অনুষদসহ বিভিন্ন অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

মাননীয় উপাচার্য উক্ত অনুষ্ঠানদ্বয়ে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের যে কোন সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে পারলেই আমরা আনন্দ পাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদে দীর্ঘদিন যাবত বিভিন্ন মোবাইল অপারেটারের নেটওয়ার্ক দূর্বল থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের যোগাযোগ ব্যবস্থা সমস্যা ছিল। রবি ও এয়ারটেলের নতুন বিটিএস টাওয়ার স্থাপন এবং আজ এর শুভ উদ্বোধনের মাধ্যমে এ সমস্যার উত্তরণ ঘটবে।’ মাননীয় উপাচার্য উক্ত মোবাইল কোম্পানীকে টাওয়ারের সঠিক রক্ষাণাবেক্ষনের মাধ্যমে নেটওয়ার্কিং সুবিধা অব্যহত রাখার পরার্মশ প্রদান করেন। তিনি চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন অফিসের সভাকক্ষ নান্দনিক ও আধুনিকায়নের জন্য জীব বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। মাননীয় উপাচার্য আরও বলেন আমাদের বিশ্ব র‌্যাংকিংয়ে এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করতে বিশেষ করে চবি জীব বিজ্ঞান অনুষদ, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান অনুষদসহ বিভিন্ন অনুষদ অবদান রাখছে। বিশ্ব র‌্যাংকিংয়ে চবি’র অবস্থান উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সম্মানিত শিক্ষকদের একাডেমিক এক্সিলেন্স এর প্রতি মনযোগী হতে মাননীয় উপাচার্য আহবান জানান। পূর্বাহ্নে মাননীয় উপাচার্য বেলুন ও ফেস্টুন উড়িয়ে রবি ও এয়ারটেলের নতুন বিটিএস টাওয়ার উদ্বোধন করেন।

মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) বলেন, ‘আমরা বিভিন্ন অবকাঠামো নির্মাণ করি, ল্যাব স্থাপন করি, স্থাপনা আধুনিকায়ন করি কিন্তু এগুলোর সদ্যবহার নিশ্চিত করিনা। রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এসব অবকাঠামো নির্মাণ সদ্যবহারের মাধ্যমে শিক্ষকদের গবেষণা, সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।’

চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত এবং অভিনন্দন জানান। তিনি বলেন, 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের মাধ্যমে প্রয়োজন পূরণের পাশাপাশি নান্দনিকতার ইতিবাচকতা তৈরি এবং সেগুলোর প্রসারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করার চেষ্টা করছি।'

রবি আজিয়াটা পিএলসি ক্লাস্টার মার্কেট ডিরেক্টর জনাব মোঃ আশরাফুল কবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সৌন্দর্য্য বর্ধনে প্রশাসনের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কোন ভালো কাজের সাথে ‘রবি’ সবসময় পাশে থাকবে মর্মে প্রতিশ্রতি ব্যক্ত করেন।
 

Leave a comment