ভারতের সঙ্গে বাণিজ্যের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা আমাদের ঘৃণা করে এবং আমাদের দেশের ভেতর আগ্রাসন চালাতে উসকানি দেয়, তাদের সঙ্গে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই না। শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ভারত যেসব পণ্য বাংলাদেশে রপ্তানি বন্ধ করেছে, বাংলাদেশ সেগুলো বিকল্প দেশ থেকে আমদানি করবে এবং উৎপাদন করবে।
সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় সরকারি বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার
হাসিনাসহ পলাতক আসামিদের দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে - চিফ প্রসিকিউটর
বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে
এর আগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ চিকিৎসক সমাজের উদ্যোগে আয়োজিত ‘ভারতীয় পণ্য বর্জন’ কর্মসূচিতে নিজের স্ত্রীর একটি ভারতীয় শাড়ি ছুড়ে ফেলে পুড়িয়ে দেন রিজভী।
এর আগে চলতি বছর ২২ মার্চ নিজের গায়ে থাকা একটি ভারতীয় চাদর ছুড়ে ফেলেছিলেন বিএনপির এই নেতা।