পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (০৬ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১-এর ৮-৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এ ঘটনা ঘটে।
কারাগার থেকে ব্যারিস্টার সুমনের চিঠি, বললেন- দেখা হবে শিগগিরই
BNP leader Chand attends his mother's funeral after being released on parole
চুলার আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
নিহত আনোয়ার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।
বিজিবির নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের তথ্যমতে, বৃহস্পতিবার রাতে আনোয়ারসহ কয়েকজন বাংলাদেশি গরু আনতে ভারতে প্রবেশ করেন। ভোরে দেশে ফেরার পথে বিএসএফ ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। বিএসএফের দাবি, তাদের ওপর বটি ও লাঠি দিয়ে হামলার চেষ্টা করলে তারা আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে আনোয়ার ঘটনাস্থলেই নিহত হন। পরে তার মরদেহ এবং চোরাচালানের দুইটি গরু জব্দ করে বিএসএফ।
এদিকে, গুলির শব্দ শুনে ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা পরিস্থিতি সামাল দিতে ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং একটি গরু আটক করে। পরে সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে প্রতিবাদ জানায় বিজিবি। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বিএসএফ বিকেলে মরদেহটি বিজিবির কাছে হস্তান্তর করে, যা ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর থানায় পাঠানো হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদ পারভেজ জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।