Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

আরও এক মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন

সিয়াম ইসলাম

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৪, ০১:১৪ এএম
Bangla Today News

সম্পদের তথ্য গোপন করা মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। 

রায়ের পর গিয়াস উদ্দিন আল মামুন সন্তুষ্টি প্রকাশ করে বলেন ‘শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া। ’

গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন ফিদা এম কামাল, আর দুদকের পক্ষে শুনানি করেন আসিফ হোসেন।

২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে সম্পদের হিসাব দাখিল না করায় একই সালের ৮ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করে। মামলায় ব্যবসায়ী মামুনের বিরুদ্ধে ১০১ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার ৩৬৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়।

এ মামলায় ২০০৮ সালের ২৭ মার্চ বিচারিক আদালত গিয়াস উদ্দিন আল মামুনকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অনাদায়ে আরও এক বছরের দণ্ড দেন।

ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ ২০১২ সালের ৩০ জুলাই খালাস পান ব্যবসায়ী মামুন। দুদক পরে এ মামলায় আপিল বিভাগে যায়।

Leave a comment