খুলনার পিকচার প্যালেস মোড়ে আগুনে পুড়ে গেছে ৪৪টি অস্থায়ী দোকান। ফায়ার সার্ভিস প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে রয়েছে কাপড়, কসমেটিক ও ক্রোকারিজের দোকান। বুধবার (১৯ মার্চা) দোকানগুলোতে ভোর সোয়া ৫টার দিকে আগুনের ঘটনা ঘটে।
Another 300 tonnes potato imported from India to control price hike
The new notes will be available from March 31
ক্রিকেটার ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ১৫ বাংলাদেশি আটক
স্থানীয়রা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা হলের স্থানে কিছুদিন আগে ছোট ছোট সাইজের ৪৪টি অস্থায়ী দোকান গড়ে ওঠে। সে দোকানগুলোতেই আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে ৯টি ইউনিট ভোর সাড়ে ৫টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এ বিষয়ে খুলনা সদর থানার ওসি সানোয়ার হোসেন মাসুম জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুনে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে।