মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (১২ ডিসেম্রাবর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী এবং বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনে দলের যৌথসভায় কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শূক্রবার দুপুর দুইটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা, শনিবার ভোরে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং সকাল নয়টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করা হবে।
জাতীয় Read more from
Italy work permit visa appointment from today
ঢাবিতে পরীক্ষা দিতে এসে 'নিষিদ্ধ সংগঠনের' ২ নেতা গ্রেপ্তার
11 Crore Tk was deposited in TSC in 14 days
বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর বেলা দুইটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা, পরদিন ভোরে দলীয় সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে সাতটায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ অর্পণ এবং সেখান থেকে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ এবং বেলা দুইটায় মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ এর উদ্যোগে সার্বজনীন কনসার্ট হবে।
সারাদেশে দল ও অঙ্গ-সংগঠনগুলোর ইউনিটগুলো স্থানীয় সুবিধা অনুযায়ী বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের কর্মসূচি উদযাপন করবে বলে জানান রিজভী। এছাড়া বিজয় দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ ও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আলোকসজ্জা করা হবে বলেও জানান তিনি।