Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের ওষুধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৪, ১১:১৩ এএম
Bangla Today News

এবার পাকিস্তানে বাংলাদেশের ওষুধ রপ্তানি হবে- এমনটাই প্রত্যাশা ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের। তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী। এ ছাড়াও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় পাকিস্তান।

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ আগ্রহের কথা জানান পাকিস্তানের হাইকমিশনার।

স্বাস্থ্য উপদেষ্টা প্রায় এক ঘণ্টা সময় দেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফকে। তারা এ সময় দুই দেশের সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তাদের আলোচনায় উঠে আসে দুই দেশের স্বাস্থ্যসেবা, বাণিজ্যে সংক্রান্ত বিষয়।

হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানান, বাংলাদেশ ওষুধ শিল্পে বেশ ভালো অবস্থানে আছে। পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী।

সাক্ষাতে হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে পাকিস্তানের ডেপুটি হাই-কমিশনার মোহাম্মদ মারুফ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a comment