30810 people arrived in Saudi to perform Hajj
4 of the hostage ship Photos of the pirates are out in the open
বাংলাদেশকে বিনা মূল্যে ৩০ হাজার টন সার দিবে রাশিয়া
মনিরুজ্জামান মনির শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার ভোরে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
পরে সূর্যোদয়ের সাথে সাথে শেরপুর জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। পরে জেলা সিভিল সার্জন ডা: মুহাম্মদ জসীম উদ্দিনসহ সরকারী-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এছাড়াও সকাল সাড়ে ৮টায় শেরপুর জেলা সার্কিট হাউজে জাতীয় সংগীত পরিবেশনের সুরে সুরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শেরপুর জেলা পুলিশ দল, ব্যাটালিয়ন আনসার দল ও ফায়ার সার্ভিস দলের অংশগ্রহণে প্যারেড অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
এসময় শেরপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
অপরদিকে সকাল ৯টায় শেরপুর জেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিজয় দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী বিজয় মেলা, সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বাদ যোহর জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে।